top of page
Search
deshinews2020

যৌতুকের জন্য নির্যাতিত এক মেয়ের আবেগ ময় স্ট্যাটাস

দেশি নিউজঃ- এগুলো আমি অনেক আগেই করলাম। আমার হাসব্যান্ড আর ওর আব্বু - আম্মু আমার ভাইকে মাইরা ফেলবে। 😰😰


এগুলো নিয়া আমাকে ভয় দেখাতো। বেশি ওর আব্বু - আম্মু। কারণ আমি আমার ভাইকে খুব ভালবাসি। আমার হাসব্যান্ড আর আমার শ্বশুর - শ্বাশুড়ি আমাকে যৌতুকের জন্য মারধর করে। এমন অনেকবার করল আমি মামলাও করসিলাম।


বাট ওরা আমাকে মানাইয়া আবার এমন করে। আমার থেকে টাকা চায়। আমার শ্বশুর আর শ্বাশুড়ি আমার হাসব্যান্ডকে বলে ওরে মার। মারলেই তোরে টাকা দিব।😠😠

ওদের সামনে আমাকে মারে ওর ছোটভাই সামনে থেকে ধরেনা। আমার হাসব্যান্ড আর ওর ভাই নেশা করে ছোটভাই ওর ভাইকে বলে ভাইয়া এভাবে মারলে হবেনা। ভালো করে মারো। ওদের এলাকায় সব মানুষ দেখে.. কিন্তু কেউ কিছু বলেনা।


আমার শ্বশুর ঢাকা ইউনিভার্সিটিতে কলাভবনে দারোয়ানের জব করে। নাম : আব্দুল রহিম। আমার শ্বাশুড়ির নাম জাহানারা বেগম। আর দেবরের নাম হৃদয়। আমার হাসব্যান্ডের নাম। ( জাহিদ হাসান অন্তর )। আমাদের দেশে কি বিচার বলতে কিছু নাই আমার?। অথচ, একটা বাবু আছে। প্লিজ আমাকে হেল্প করেন।



24 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page