মেয়েকে ৬৪ বার ধর্ষণের কথা পিতার কাছে বর্ণনা দিয়ে তা ২১বার ভিডিও ধারণ করা হয়েছে উল্লেখ করে তা ফিল্ম আকারে নেটে দুনিয়ায় ভাইরাল করে দেয়ার হুমকি দেয় ধর্ষক। এটি যেন বাংলা সিনেমার কোন গল্প।
ব্ল্যাকমেইলের মাধ্যমে বার বার ধর্ষণে অতিষ্ঠ হয়ে কলেজ পড়ুয়া তরুণী যোগাযোগ বিছিন্ন রাখায় পিতাকে ফোন করে এক ঘন্টার জন্য নিজের মেয়েকে তার কাছে পাঠানোর প্রস্তাব দেন মঈন উদ্দীন হাসান ওরফে বাঁধন নামের এক কুখ্যাত ধর্ষক।
এ ঘটনায় অসহায় পরিবারটি সামাজিকভাবে যে প্রতিপন্ন হবার ভয়ে তা প্রকাশ না করলেও মানসিকভাবে ভেঙে পড়ে এবং সপরিবারে আত্মহত্যার চেষ্টা করে।
এটি বাংলা সিনেমার কোন গল্প নয়, দুর্ধর্ষ ধর্ষক বাঁধনের নিজের মুখের ধর্ষণের সহজ স্বীকারোক্তি। হুমকি ও কথোপকথনের অডিও প্রতিবেদকের হাতে এসেছে।
ভয়ংকর ধর্ষক মঈন উদ্দীন হাসান ওরফে বাধঁন চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড লস্কর পাড়ার মৃত ওবাইদুল হাকিমের ছেলে।
ভুক্তভোগী পরিবারটি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। নির্যাতিতা মেয়েটির অসহায় পিতা বলেন, ২০১৭ সালে বাঁধনের সঙ্গে মোবাইলে আমার রং নাম্বারে পরিচয় হয়। এর সূত্র ধরে সে কুতুবদিয়া মালেক শাহ হুজুরের মাজারে আসলে সেখান থেকে আমার বাড়িতেও আসেন।
তিনি আরও বলেন, বাঁধন সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীনের ভাগিনা মিথ্যে পরিচয় দিয়ে নিজেকে অবিবাহিত দাবি করে আমার কলেজে পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। এক পর্যায়ে তার বাবা মা ও ভাই বন্ধু পরিচয়ে কয়েকজন আমার বাড়িতে মেয়ে দেখতে আসেন এবং পছন্দ করেন। ওই সময় কাতার প্রবাসি বাঁধনের মেজ ভাই ফোনে দিন তারিখ ঠিকঠাক করবেন বলে জানিয়ে চলে যায় তারা। এর পরেই এ লম্পটের থাবা শুরু।
ভুক্তভোগী মেয়েটি জানান, কাতার প্রবাসী বাঁধনের ভাই দেশে আসলে বিয়ের অপেক্ষার এক পর্যায়ে মোবাইলে বাধনের সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠে। ২০১৯ সালের প্রথম দিকে বাঁধন তাদের বাড়িতে আসেন। বাবা মায়ের অনুপস্থিতির সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং তার অজান্তে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করেন। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে বলে লম্পট বাঁধন কাউকে কিছু না জানাতে মেয়েটিকে অনুরোধ করেন।
নির্যাতিতা মেয়েটি জানান, বাঁধনের চরিত্র খারাপ দেখে তার ব্যাপারে খোঁজ নিতে বাঁধনের এলাকায় যান তার পিতা। কিন্তু বাঁধন জরুরী কাজে ঢাকায় গেছেন জানিয়ে আর দেখা করেননি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন বাঁধন ২০০৭ সালে বিয়ে করেছেন এবং তার দু’টি ছেলে-মেয়ে আছে। তাকে দেখতে আসা মা, বাবা, ঠিকানা অনুযায়ী বাড়িঘর ও প্রবাসি ভাই, সব ছিল বাঁধনের সাজানো নাটক। অভিভাবক নাটকের অডিও সংরক্ষিত আছে।
এত কিছু সামনে আসলেও লম্পট বাঁধনের হাত থেকে মুক্তি মিলেনি মেয়েটির।
ভুক্তভোগী মেয়েটির অভিযোগ, ধর্ষণের অশ্লীল ভিডিও ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে ধর্ষক বাঁধনের ডাকে সাড়া দিতে বাধ্য করেন। তাকে মুক্তি দেয়ার আশ্বাসে পর্যাক্রমে প্রায় ৫ লাখ টাকা নেন বাঁধন। মুক্তির বদলে ভেঙে দেন তার চুপিসারে ঠিক হওয়া ৫টি বিয়ে। একসময় অতিষ্ঠ হয়ে তিনি মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বন্ধ করে দেন।
এতে ক্ষিপ্ত হয়ে স্বয়ং মেয়েটির জন্মদাতা পিতার কাছে ফোন করে অশ্লীল ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে এক ঘন্টার জন্য তার কাছে মেয়েকে পাঠানোর প্রস্তাব দেন লম্পট বাঁধন। তাতে কাজ না হওয়ায় কথামত একাধিক ফেইসবুক অ্যাকাউন্ট থেকে তরুনীর অশ্লীল ছবি পোস্ট করেন।
এরই প্রেক্ষিতে নির্যাতিতা মেয়েটির পিতা ২০২০ সালের ১৯-১-২০২০ তারিখে এবং মেয়েটি নিজেই ২-২-২০২০ তারিখে পৃথক সাধারণ ডায়েরী করলে চাপে পড়ে অল্পদিনের মধ্যে সৌদি আরবে পালিয়ে যান এই লম্পট। সেখানে গিয়ে আরও হিংস্র হয়ে ওঠে সে।
সৌদিতে বসে মোবাইলে ভুক্তভোগী মেয়েটির অশ্লীল ভিডিও এবং ছবি পাঠিয়েছেন কয়েকজন লম্পট ব্ল্যাকমেঈলারদের কাছে। তারাও অসহায় মেয়েটিকে ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে কু-প্রস্তাব দেন। তাতে রাজি না হলে দাবি করছেন মোটা অংকের টাকা। এই অডিও রেকর্ডও সংরক্ষিত আছে।
এমতাবস্থায় অসহায় পরিবারটি প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সুবিচার দাবি করে পরিবারটিতে একাধিক উপযুক্ত মেয়ে থাকায় তাদের পরিচয় প্রকাশ না করার জন্য গণমাধ্যম এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
লম্পট বাঁধনের ইতিহাস এখানে শেষ নয়। একইভাবে আরও একাধিক মেয়ের সর্বনাশের পাশাপাশি স্বর্ণালংকার ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত বাধঁন হোয়াটসঅ্যাপে প্রতিবেদককে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলে মেয়েটির সমস্ত অশ্লীল ভিডিও দেশের সব টিভি চ্যানেলে প্রচার করা হবে বলে হুমকি দেন।
বিষয়টি নজরে আনা হলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, পরিবারটিকে সর্বোচ্চ আইনি সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী এই লম্পট এর শাস্তি নিশ্চিত করা হবে। তিনি নিক
টতম থানায় সংশ্লিষ্ট আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে পরিবারটিকে অনুরোধ জানান।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিদারুল ফেরদৌস বলেন, পরিবারটি জিডি করেছিল ঠিক কিন্তু এতকিছু কখনো বলেনি। তিনি ভুক্তভোগী পরিবারকে সর্বোচ্চ আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন ।
Comments