top of page
Search
deshinews2020

ড.আবু রেজা নদী কে ধর্ম প্রতিমন্ত্রী করার আহবান

বদরুল কামাল তুষারঃ মাননীয় প্রধানমন্ত্রী ১৯৭৩ সালে প্রথম স্বাধীন বাংলাদেশের নির্বাচনে আমরা সাতকানিয়া-লোহাগাড়াবাসী তৎকালীন চট্টগ্রাম ১৪ আসন হতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রথম সাংসদ হিসেবে সংসদে পাঠিয়েছিলাম তৎকালিন থানা সভাপতি মরহুম এম.সিদ্দিক মিয়া কে।


দীর্ঘ ৪০ বছর পর ২০১৩ সালে আমরা আবারো আপনার হাত ধরে পেয়েছি ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সাহেব কে।মাননীয় প্রধানমন্ত্রী এখন ২০২০ সাল।এই ১৩ বছরের ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী সাহেব আমাদেরকে যা দিয়েছেন তা গত হওয়া ৪০ বছরের প্রায় দ্বিগুণ।মাননীয় প্রধানমন্ত্রী ১৯৭৩ সাল থেকে ২০২০ সাল এই ৪৭ বছরে আমাদের কপালে এখনো পর্যন্ত কোন মন্ত্রী বা প্রতীমন্ত্রী কিংবা উপমন্ত্রী জোটেনি।


হয়তো সেটা আমাদের ভাগ্যে ছিল না,হয়তো আমাদের ভুল ছিল,মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভালো করেই জানেন আমাদের এমপি ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয় কেমন মানুষ?তিনি কেমন ব্যক্তিত্বের অধিকারী?কি উনার যোগ্যতা?সর্বোপরি একজন মানুষ হিসেবে তিনি কেমন?আপনি সবকিছুতেই ওয়াকিবহাল আছেন,প্রিয় প্রধানমন্ত্রী তাই আপনার কাছে আমাদের ছোট্ট একটি আবেদন,,যেটির জন্য আমরা অপেক্ষা করেছি দীর্ঘ ৪৭ টি বছর।


আমরা ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী মহোদয় কে ধর্ম প্রতিমন্ত্রী হিসাবে পেতে চাই।মাননীয় প্রধানমন্ত্রী আমরা সাতকানিয়া-লোহাগাড়াবাসী মনে করি ধর্ম প্রতিমন্ত্রীর জন্য ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সাহেব একজন যোগ্য এবং উপযুক্ত মানূষ,মাননীয় প্রধানমন্ত্রী আমরা কেন উনাকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যোগ্য মনে করি সেটা আপনার থেকে ভালো বেশি কেউ জানেন না।


মাননীয় প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টের পর থেকে ২০১৩ সাল পর্যন্ত যে সাতকানিয়া লোহাগাড়ায় আওয়ামীলীগের বলার মত কোন অস্তিত্ব ছিল না সেখানে আজ ২০২০ সালে এসে সাতকানিয়া লোহাগাড়া কে বাংলাদেশ আওয়ামী লীগের পুনঃ জাগরণ ও দুর্গ্য হিসেবে গড়ে তোলার পিছনে সবচেয়ে বেশি যে মানুষটির অবদান। তিনিই হচ্ছেন ডঃ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সাহেব।তাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের আরজ এই টুকুই সেই যোগ্য মানুষটিকে ধর্ম প্রতিমন্ত্রীর মত পবিত্র দায়িত্ব টা দিয়ে অবসান করুন আমাদের দীর্ঘ ৪৭ বছরের অপ্রাপ্তীর আক্ষেপ।


মাননীয় প্রধানমন্ত্রী আমরা কথা দিচ্ছি আপনার এই স্বীকৃতি কে আমরা সাতকানিয়া-লোহাগাড়ার ইতিহাসে চিরঞ্জীবী করে রাখবো।।জয় বাংলা।।


1 view0 comments

留言


Post: Blog2_Post
bottom of page