top of page
Search
deshinews2020

হিন্দুর লাশ সৎকার করল আল মানাহিলের সেচ্ছাসেবীরা


রাতভর নাটকীয়তা, শেষকৃত্যে বাঁধা

করোনা উপসর্গ নিয়ে গতকাল ইউএসটিসি তে মারা যান মদন কান্তি সুশীল। পরিবারের থেকে কল আসে আল মানাহিলের কাছে। লাশ নিয়ে যেতে হবে বাশখালির দক্ষিণ পুইছড়ির শীলপাড়া গ্রামে। গোসল করিয়ে লাশ নিয়ে মধ্যরাতে যাত্রা শুরু করে আল মানাহিল।

আনোয়ারা পর্যন্ত যাওয়ার পর মৃতের ছেলে জানায় তার প্রতিবেশী জাতি ভাইয়েরা লাশ না নেওয়ার জন্য পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। এক পর্যায়ে তারা বলে যদি লাশের শেষকৃত্য শীলপাড়া গ্রামে হয় তবে তাদের সমাজচ্যুত করা হবে, জ্বালিয়ে দেওয়া হবে পৈতৃক ঘর।

এমন অবস্থায় আল মানাহিলের পক্ষ থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। কিন্ত প্রশাসন কোন ব্যবস্থা নেওয়ার আগেই ছেলে অসীম কান্তি সুশীল আমাদের কাঁদো কাঁদো কণ্ঠে অনুরোধ করে এত ঝামেলায় তারা যেতে চায় না। শান্তিমত বাবাকে শেষযাত্রার বিদায় দিতে চায় তারা।

পরবর্তীতে লাশ নিয়ে আসা হয় বলুয়ারদীঘি শ্মশানে। বিভিন্ন কারণে সেখানেও লাশের শেষকৃত্য করার অনুমতি পাওয়া গেল না।

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর সকাল ১০ টায় উত্তর কাট্টলী শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ হয় আল মানাহিল ও মৃতের পরিবারের অবর্ণনীয় দুর্ভোগের ১২ ঘণ্টার যুদ্ধ,,

1 view0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page